বাবার গান গাইলেন মেয়ে

লোকসংগীতশিল্পী আবদুল আলীম যখন মারা যান তখন মেয়ে নূরজাহান আলীমের বয়স মাত্র এক বছর। বড় হতে হতে জানতে পারেন বাবার গান সম্পর্কে। একসময় নিজেও গাওয়া শুরু করেন। এত দিন বিভিন্ন স্টেজ অনুষ্ঠান, টিভি ও বেতারে বাবার গান করেছেন।

এবার প্রথমবারের মতো বাবার গাওয়া গান নিয়ে অ্যালবাম করেছেন নূরজাহান। ‘তোমারও লাগিয়া’ শিরোনামের এ অ্যালবামে গান রয়েছে তিনটি। ‘অসময় বাঁশি বাজায় কে রে’, ‘যারে ছেড়ে এলাম অবহেলেরে’ এবং ‘তোমারও লাগিয়ারে’। সংগীতায়োজনে জাহিদ বাশার পংকজ। কিছুদিনের মধ্যে লেজার ভিশনের ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি।

নূরজাহান আলীম বলেন, ‘জ্ঞান হওয়ার পর থেকেই বাবার গানের সঙ্গে পরিচিত হচ্ছি। হৃদয় নিয়ে অনুভব করছি। স্বপ্ন ছিল তাঁর গান নিয়ে একটি অ্যালবাম করার। কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। আমার গানগুলোর মধ্যে সবাই বাবার ছোঁয়া খুঁজে পাবে।’



মন্তব্য চালু নেই