বাবাকে হারালেন বেবী নাজনীন

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের বাবা মনসুর আলী সরকার আর নেই। বার্ধক্যজনিত কারণে গতকাল ভোরে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ছিলেন বাংলাদেশ বেতারের স্বনামধন্য বংশীবাদক। তাঁর হাত ধরেই গানে হাতেখড়ি বেবী নাজনীনের। বুধবার বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে মনসুর আলী সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এক শোক বার্তায় তিনি বলেন, ‘অসাধারণ দরদী সুরের বংশীবাদক ওস্তাদ মনসুর আলীর মৃত্যুতে দেশের সঙ্গীতপ্রিয় মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশের সঙ্গীতাঙ্গনে মরহুম মনসুর আলী ছিলেন চির উজ্জ্বল জ্যেতিষ্ক। অনন্য গুণী এই শিল্পী তার বাঁশীর সুরের যাদুকরী মূর্ছনায় সকলকে মোহিত করতেন। এই জীবনশিল্পীর পরলোকগমনে বাংলাদেশের সঙ্গীতাঙ্গণে এক গভীর শোকের সৃষ্টি হলো।’

পাশাপাশি খালেদা জিয়া মরহুম ওস্তাদ মনসুর আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, নিকটজন, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।



মন্তব্য চালু নেই