বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজিবি মহাপরিচালক

থানচির বড় মদকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বিজিবি গোলাগুলি ঘটনার পর সার্বিক পরিস্থিতি ও ঘটনা পর্যবেক্ষণে বান্দরবান গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বান্দরবান জেলা প্রশাসনের এনডিসি শামীম হোসেইন জানান, দুপুর ১টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজিবি মহাপরিচালক থানচি পৌঁছান। বর্তমানে তারা বড় মদক বিজিবি ক্যাম্পে অবস্থান করছেন। এর আগে সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বান্দরবান আসেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজিবি মহাপরিচালক।

যৌথ বাহিনীর সঙ্গে সার্বিক অবস্থা নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, গোলাগুলি ঘটনার পর বান্দরবানের সীমান্ত এলাকাগুলোতে সতর্কাবস্থায় রাখা হয়েছে বিজিবি সদস্যদের। যৌথ অভিযানে নামানো হয়েছে আলীকদম সেনাবাহিনীর ২টি দল ও বলিপাড়া ৩৩ ব্যাটালিয়নের বিজিবির একটি দলকে। সেসব এলাকায় নিরাপত্তা জোরদারের স্বার্থে সেনাবাহিনীর হেলিকপ্টার টহলও চলছে।



মন্তব্য চালু নেই