বাধা ডিঙিয়েই গাজীপুরের সমাবেশ করবে বিএনপি
শত বাধা ডিঙিয়েই শনিবার গাজীপুরের সমাবেশ করবে বিএনপি। শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে সরকার তাদের সহায়তা করবে বলেও আশা করছে দলটি।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলায় হাজিরার দিন দলটির নেতাকর্মীদের প্রস্তুতি দেখে ক্ষমতাসীন দল কঠোর হয়েছে। তারা মনে করছে বিএনপি যদি রাজপথে শক্ত অবস্থান নিতে পারে সেই পরিস্থিতি সামাল দেয়া সরকারের জন্য কঠিন হতে পারে। ইতোমধ্যে বিএনপি নেতাদের বাসায় পুলিশি অভিযান শুরু হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় আটক হয়েছেন। এতো কিছুর মধ্যেও আগামীকাল গাজীপুরে সমাবেশ করবে বিএনপি।
শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈকি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফখরুল ইসলাম।
বেগম খালেদা জিয়ার যেখানে সমাবেশ করার কথা রয়েছে একই স্থানে ছাত্রলীগও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দু’পক্ষই প্রশাসনের কাছে আবেদন করেছে। কর্তৃপক্ষ এখনও কাউকে অনুমতি দেয়নি। তবে বিএনপি সূত্রে জানা গেছে, যদি সমাবেশের জন্য তারা আগামীকাল অনুমতি না পায় তাহলে তাদের সমাবেশ একদিন পেছাতে পারে। তবে আগামীকালই সমাবেশ করার ওপর জোর দিচ্ছে বিএনপি।
সব বাধা উপেক্ষা করে গাজীপুরের জনসভাস্থলে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘গাজীপুরের জনসমাবেশ হবেই। আমাদের সকল প্রসস্তুতি সম্পন্ন। জনসভার অনুমতির জন্য প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা আশা করি আমাদের শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে সরকার সহায়তা করবে।’
মন্তব্য চালু নেই