বাধঁন মীর মশাররফ হোসেন হল ইউনিটের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং

শাহাদত হোসাইন স্বাধীন, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর মীর মশারর হোসেন হল ইউনিটের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্মার বাধঁন এই শ্লোগান নিয়ে ১২ এপ্রিল রাত ৯ টায় কর্মসূচির উদ্বোধন করেন বাধঁনের সাবেক জাবি জোন সেক্রেটারী লিয়ন।

কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন হল ইউনিটের সভাপতি শাহজাহান আলী ও সেক্রেটার ইয়াছির হামজা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো ছাত্রলীগের হল ইউনিট। ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞান বিভাগ ৪৪ ব্যাচের মাইদুল ইসলাম সিফাত,হাসান মাহমুদ ফরিদ ও ইংরেজী বিভাগের সামিন ইয়াসির শাফিন।

বক্তব্যে তারা নবীন শিক্ষার্থীদের বাধঁনের মতো সেচ্ছাসেবী সংগঠনের যোগ দেয়ার আহবান জানান।তারা বলেন একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাড়াঁতে বাধঁন একটি বৃহত্তম প্লাটফরম। অনুষ্ঠান শেষ প্রায় ১০০ ছাত্রের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।



মন্তব্য চালু নেই