বাতাসে চলবে টাটার গাড়ি
ভারতের অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান টাটা দীর্ঘদিন ধরে জ্বালানিবিহীন গাড়ি উৎপাদনের জন্য গবেষণা করে আসছে। প্রতিষ্ঠানটি এয়ারকম্প্রেসড গাড়ি তৈরির জন্য কাজ করছে। ২০০৭ সালে টাটা গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান লুক্সেমবার্গ এমডিআই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এরপর থেকে টাটা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে।
টাটা তাদের এয়ারকম্প্রেসড কারের নাম দিয়েছে ‘এয়ারপড’। এই গাড়িটির প্রোটোটাইপ ইতোমধ্যে টাটা জনসম্মুখে প্রকাশ করেছে। কিন্তু বাণিজ্যিক ভাবে এটি এখনো আসছে না। টাটার এয়ারপড গাড়িটি এক সিটের। এয়ারপডের এই প্রোটোটাইপ গাড়িটি ঘণ্টায় ৪৫ থেকে ৭০ কিলোমিটার বেগে ছুটতে পারে।
গাড়িটির ইঞ্জিন চালু করার জন্য কোনো ধরনের জ্বালানির প্রয়োজন হয় না। শুধুমাত্র কম্প্রেসারে রাখা বাতাসের চাপে এটি চলে। কম্প্রেসার চালানোর জন্য চাজিং স্টেশন রয়েছে। এই গাড়িটির চাকা ঘুরলেই বিদ্যুৎ তৈরি হয়। এমনকি গাড়ির ব্রেক চাপলেও বিদ্যুৎ উৎপাদন হয়।
খুব শিগগিরই ভারতের বাজারে এয়ারপড ছাড়ার ঘোষণা দিয়েছে টাটা। তবে এটির দরদাম নিয়ে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
মন্তব্য চালু নেই