বাতাসে চলবে কার, বানাও সহজেই

কোকের খালি বোতল দিয়ে বানিয়ে নিতে পারো খেলনা গাড়ি। এই গাড়ি চলবে বাতাসে। এই গাড়ি তৈরির উপকরণ ঘরেই মিলবে।

যা যা লাগবে
১. একটি হাফ লিটারের কোকের বোতল
২. চারটি বোতলের ছিপি
৩. একটি বেলুন
৪. দুটি পাইপ/কাঠি
৫. স্ক্রু ড্রাইভার
৬. চুইংগাম

যেভাবে বানাবে
একটি হাফ লিটারের কোকের বোতল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নাও।

2016_02_24_15_37_52_IPo0xMjVB7CE8h9B4EVxqpPxAZj2rl_original

এবার বোতলের ওপরের দিকে ছিপির ঠিক নিচে স্ক্রু ড্রাইভার দিয়ে সমান্তরাল ভাবে দুটি ছিদ্র কর।

এমন দুইটি ছিদ্র করতে হবে বোতলের নিচের অংশে(ছবি দেখে নাও)।

2016_02_24_15_38_16_QtdweIDFeTRjC2BLrGY9G7tIbRP7Xm_original

প্রয়োজনে বড়দের সাহায্য নিয়ে ড্রিল মেশিন বোতলে ছিদ্র করা যাবে। কিছুটা দুরত্বে আরও দুটো ছিদ্র কর। এবার ছিদ্র গুলোতে দুটি কাঠি প্রবেশ করাও।

কোকের বোতলের চারটি ছিপি নাও। তুমি ইচ্ছে করলে গোলাকার ককশিট কিংবা শোলা ছিপির কোন কিছু বিকল্প হিসেবে ব্যবহার করতে পারো। এবার চারটি ছিপিতেই মাঝখানে চারটি ছিদ্র কর।

2016_02_24_15_38_28_MeafVDKluy3q0iYGKj9UJ05PJOcmgb_original

এবার যে দুটি কাঠি লাগানো হয়েছিল সে কাঠি দুটোর চারপাশে চারটি চাকা লাগাও। চাকাগুলো আটকে থাকার জন্য চুইংগাম চাবিয়ে চুইংগামের অবশিষ্ট অংশগুলো আঠা হিসেবে ব্যবহার করতে পারো। তৈরি হয়ে গেল তোমার গাড়ি।

এবার গাড়ি কে চালাতে হবে। একটি বেলুন নাও। বেলুনের ভেতরে একটি কাঠি প্রবেশ করিয়ে বেলুনের মুখটি বন্ধ করে দাও। এবার বেলুনটির ভেতরে বাতাস প্রবেশ করাও। বেলুনটি বাতাসে ভর্তি হলে বেলুনের মুখটি হাত দিয়ে চেপে ধরে বেলুনটি টেপ দিয়ে বোতলের গায়ে সংযুক্ত কর।

2016_02_24_15_38_32_q9aszVBfm1rWik5vCIz4uHpw0Khki3_original

বেলুনের মুখ থেকে হাতটি সরিয়ে নাও। দেখো, চলতে শুরু করেছে তোমার বাতাসের গাড়ি।



মন্তব্য চালু নেই