বাঞ্ছারামপুর পৌর নির্বাচনে ভোটগ্রহণ
প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গত ১৩ মে প্রথমবারের মতো বাঞ্ছারামপুর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ৪৬৬ জন। ভোটকেন্দ্র নয়টি। তবে সবকটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে প্রশাসন।
ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব ও পুলিশের বিভিন্ন টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন। নয়টি ভোট কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে বাংলামেইলকে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ।
নির্বাচনে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে মো. হযরত আলী হ্যাঙ্গার প্রতীক নিয়ে, আলহাজ্জ্ব তোফাজ্জল হোসেন কম্পিউটার প্রতীক, সুমন আহম্মেদ ইস্ত্রি প্রতীক, খলিলুর রহমান জগ প্রতীক, মাহমুদুল হাসান ভূঁইয়া মোবাইল প্রতীক, কবির হোসেন বড়শী প্রতীক, মো. আবু কালাম আজাদ চামচ প্রতীক, মো. ইসমাইল কেরাম বোর্ড প্রতীক, মো. লোকমান হোসেন নারিকেল গাছ প্রতীক ও শরিফুল ইসলাম টাই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য চালু নেই