বাজরাঙ্গি ভাইজান সিনেমার যত রেকর্ড

লমান খানের সিনেমা মানেই বক্স অফিস ধামাকা। আর সঙ্গে রেকর্ডের ছড়াছড়ি তো থাকেই। সম্প্রতি মুক্তি পেয়েছে সালমানের বাজরাঙ্গি ভাইজান সিনেমাটি। এ সিনেমাটিও ব্যতিক্রম নয়। প্রতিবারের ন্যায় এ সিনেমার মাধ্যমেও সালমান গড়েছেন নতুন রেকর্ড। চলুন জেনে নিই বাজরাঙ্গি ভাইজান সিনেমার যত রেকর্ড।

ঈদের আগে সালমানের সবচেয়ে বড় মুক্তিপ্রাপ্ত সিনেমা: ঈদের আগের দিন মুক্তি পেয়েছে বাজরাঙ্গি ভাইজান সিনেমাটি। আর প্রথমদিনেই এই সিনেমা আয় করে নিয়েছে ২৭.২৫ কোটি টাকা। এর আগে সালমানের কিক সিনেমাটি ২৬.৪০ কোটি টাকার ব্যবসা করেছিল।

২০১৫-র সবচেয়ে বড় শুরু: এ বছর তানু ওয়েডস মানু রিটার্নস, এবিসিডি টু, পিকু সিনেমার মতো সিনেমা ভালো ব্যবসা করলেও বাজরাঙ্গি ভাইজান সব রেকর্ডকে চুরমার করে দিয়েছে।

সবচেয়ে বেশিবার ১০০ কোটি: এ সিনেমার মধ্য দিয়ে হিন্দি সিনেমার জগতে নতুন মাইলফলক তৈরি করেছেন সালমান খান। তিনিই একমাত্র অভিনেতা যার সিনেমা সবচেয়ে বেশি (মোট ৮ বার) ১০০ কোটির গণ্ডী ছাড়িয়েছে।

বিদেশে সবচেয়ে বড় শুরু: বক্স অফিস বিশেষজ্ঞ তরুণ আদর্শ জানিয়েছেন, সালমানের বাজরাঙ্গি ভাইজান সিনেমাটি বিদেশে ওপেনিং উইকেন্ডে সবচেয়ে বেশি (৫০.৮৯ কোটি টাকা) টাকার ব্যবসা করেছে।

একদিনে সবচেয়ে বেশি আয়: সালমানের সিনেমা ভালো ব্যবসা করবে এটাই স্বাভাবিক। তবে বাজরাঙ্গি ভাইজান সবকিছুকে ছাপিয়ে গেছে। মুক্তি পাওয়ার পর দ্বিতীয় দিনে ৩৬.৫০ কোটি টাকার ব্যবসা করেছে সালমানের এই সিনেমা। এর মাধ্যমে একদিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।

প্রথম চারদিনে সবচেয়ে বেশি আয়: ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম চারদিনে সবচেয়ে বেশি আয় করেছে বাজরাঙ্গি ভাইজান। মুক্তি পর প্রথম চারদিনের হিসাব ধরলে ২৬০ কোটি টাকার ব্যবসা করেছে এ সিনেমা। যা আমির খানের পিকে (২৫২ কোটি টাকা) এবং ধুম-থ্রি’র (২৪৫ কোটি টাকা) চেয়ে বেশি।

পাকিস্তানে সবচেয়ে বড় হিট: মুক্তির প্রথমদিনে বলিউড সিনেমা হিসেবে পাকিস্তানে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। পাকিস্তানে প্রথমদিনেই ৬.৫ কোটি টাকার ব্যবসা করেছে বাজরাঙ্গি ভাইজান

কিক সিনেমাকে টেক্কা : নিজেকে হারিয়ে নিজেই রেকর্ড গড়েছেন সালমান। এর আগে এ অভিনেতার কিক সিনেমাটি বিদেশে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছিল। বাজরাঙ্গি ভাইজান সেটাকেও পেছনে ফেলেছে।

মার্কিন বক্স অফিস চার্টে অন্তর্ভুক্তি: মার্কিন মুলকেও আধিপত্য ধরে রেখেছেন বাজরাঙ্গি ভাইজান। মার্কিন যুক্তরাষ্ট্রের বক্স অফিস চার্টে দশম স্থানে জায়গা পেয়েছে সালমানের এই সিনেমা।

সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় স্থান: বাজরাঙ্গি ভাইজান আপাতত বিদেশের বাজারে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ১২ নম্বরে রয়েছে। এবং বলিউডে সবচেয়ে বেশি আয়ের দিক থেকে রয়েছে ১১ নম্বরে।খুব শিগগির এটি আরো রেকর্ড ভেঙে দেবে বলেই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা।



মন্তব্য চালু নেই