বাজপেয়িকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটল বিহারি বাজপেয়িকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।
রোববার দুপুরে বঙ্গভবনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অটল বিহারি বাজপেয়ির পক্ষে স্বাধীনতা সম্মাননা গ্রহণ করেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের এই অকৃত্রিম বন্ধু অটল বিহারি বাজপেয়িকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। তিনি অসুস্থতার কারণে আসেননি। তার হাতে এ সম্মাননা তুলে দিতে পারলে আমরা আরো আনন্দিত হতাম।’
বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরো সুদৃঢ় হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
এর আগে রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদি।
মন্তব্য চালু নেই