বাঘের সঙ্গে মোদির একদিন
বণ্যপ্রাণীদের সঙ্গে একটা দিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছত্রিশগড়ের নন্দন ভ্যান জঙ্গল সাফারিতে গিয়ে রীতিমতো ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিতে হাতও লাগালেন তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় মোদি একটি ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে বাঘের দিকে তাকিয়ে আছে। আর বাঘটিও তাকিয়ে আছে ক্যামেরার দিকেই।
বন্যপ্রাণীদের সঙ্গে এই ট্যুরটা তাকে উপহার দেন রায়পুরের মুখ্যমন্ত্রী রমন সিং। ‘নয়া রায়পুর’ নামে একটি একটি প্রজেক্টকে সবার সামনে তুলে ধরতে চাইছেন রমন সিং। সেখানে সবার ইনভেস্টমেন্টও চাইছেন তিনি।
ভ্রমণ শেষে প্রধানমন্ত্রী টুইট করেন, ছত্রিশগড়ে ট্যুরিজমের খুব ভালো সুযোগ তৈরি হচ্ছে। এমন একটি দিনে আমার অটল বিহারী বাজপেয়ী জির কথা মনে পড়ছে। ছত্রিশগড় যারা বানিয়েছিলেন তাদের একজন ছিলেন তিনি।
রমন সিংয়ের পেট প্রজেক্ট দি জাঙ্গল সাফারি ৮০০ একর এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে বাঘের পাশাপাশি ভাল্লুক, সিংহ, হরিণ, শিম্পাঞ্জী এবং আরো নানান রকমের প্রাণী থাকবে পুরো সাফারি এলাকা জুড়ে।
মন্তব্য চালু নেই