বাঘাবড়ি নৌবন্দরে শ্রমিক ধর্মঘট চলছে

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: ১৫দফা দাবীতে সারাদেশে নৌবন্ধরে শ্রমিক ধর্মঘটের দ্বিতীয় দিনে শুক্রবার সকাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবড়ি নৌবন্দরে চলছে শ্রমিক ধর্মঘট চলছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের ফলে সকাল থেকে বাঘাবাড়ি বন্দরে কোন জাহাজ নোঙ্গর করেনি, কোন জাহাজ ছেড়ে যায়নি এবং কোন মালামাল আনলোড না হওয়ায় বাঘাবাড়ী নৌবন্দর অচল হয়ে পড়েছে।

বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিন্নত আলী জানান, সর্বনিম্ন ১০ হাজার টাকা মুজুরী, নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা ও নৌ-ডাকাতি রোধে কার্যকর পদক্ষেপসহ ১৫ দফা দাবীতে গত ২৬ জানুয়ারী ধর্মঘটের ডাক দেয়া হয়। ওই সময় সরকার ও মালিকপক্ষ ৩০ দিনের মধ্যে দাবীগুলো বিবেচনার আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়। কিন্তু ৩০ কর্মদিবসের পরে আরও পৌনে দুই মাস পার হলেও দাবী বাস্তবায়নে পদক্ষেপ না নেয়ায় আমরা বাধ্য হয়ে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছি।



মন্তব্য চালু নেই