দিনাজপুরের খানসামায় ৬টি ইউপিতে শনিবার নির্বাচন

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকেঃ তৃতীয় দফায় দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীমাল ২৩ এপ্রিল শনিবার। প্রচারণা শেষ হলেও দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ভোটার ও বিভিন্ন দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেশ পরিলক্ষিত হচ্ছে। প্রার্থী ও সমর্থকেরা ভোট পেতে গোপনে টাকাও ছিটাচ্ছেন। তবে অধিকাংশ ভোটার দল নয়, সুখে-দুঃখে যারা এলাকার মানুষের পাশে থাকবেন তাদের ভোট দেবেন জানিয়েছেন। সরেজমিনে ঘুরে এমন তথ্যই মিলেছে।

খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৬ জন এবং সাধারণ সদস্য পদে ২১৭ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ন হচ্ছেন। প্রচারণা শেষ হলেও নাওয়া-খাওয়া ছেড়ে ভোট আর দোয়া চাইতে প্রার্থীরা ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন,নানান প্রতিশ্রুতি।শুধু এলাকার উন্নয়ন নয়, ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রতি দিচ্ছেন কেউ কেউ। নির্বাচনে জয়ের আশাবাদী সব প্রার্থীরাই।নির্বাচনে ভয়ভীতি প্রদর্শন ও টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছেন কোন কোন প্রার্থী।

তবে ভোটাররা বলছেন ‘মার্কা নয়,‘দলও বুঝি না। যাঁরা সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকে তাঁকেই ভোট দেব।’

এক লাখ ২২ হাজার ২০৮ ভোটার রয়েছে এ উপজেলায়। ৫৪ ভোট কেন্দ্রের মধ্যে ১৬টি ভোট কেন্দ্রে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এ কারণে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য জেলা প্রশাসন নিয়েছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

চেয়ারম্যান পদে যাঁরা লড়ছেন তারা হলেন-

আলোকঝাড়ি ইউনিয়নঃ আওয়ামী লীগ মনোনীত মোঃ নুর আলম (নৌকা মার্কা), বিএনপি মনোনীত আ স ম আতাউর রহমান বাচ্চু (ধানের শীষ মার্কা), স্বতন্ত্র প্রার্থী মোঃ খলিলুর রহমান (আনারস মার্কা), স্বতন্ত্র প্রার্থী মাও. মোঃ আনিসুর রহমান (মটর সাইকেল মার্কা)।

ভেঁড়ভেড়ী ইউনিয়নঃ বিএনপি মনোনীত মোঃ সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল (ধানের শীষ মার্কা), আওয়ামী লীগ মনোনীত মোঃ হাফিজুল হক হাফিজ সরকার (নৌকা মার্কা), স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ক্বারী মাও. আব্দুল হক সিরাজী (মটর সাইকেল মার্কা), স্বতন্ত্র প্রার্থী বিপ্লব কুমার সিংহ রায় (আনারস মার্কা)।

আঙ্গারপাড়া ইউনিয়নঃ বিএনপি মনোনীত আলহাজ্ব আব্দুল জব্বার শাহ্ (ধানের শীষ মার্কা), আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্ফফা আহমেদ শাহ্ (নৌকা মার্কা), স্বতন্ত্র প্রার্থী মোঃ কছিমুদ্দিন শাহ্ (কাছু) (আনারস মার্কা)।

খামারপাড়া: বিএনপি মনোনীত মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ মার্কা), আওয়ামী লীগ মনোনীত মোঃ সাজেদুর রহমান (সাজু) (নৌকা মার্কা), জাতীয়পার্টির মনোনীত তাজ ফারাজুল ইসলাম চৌধুরী (লাঙ্গল মার্কা), জাসদের মোহাম্মদ আলী শাহ্ (আনারস মার্কা) স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আবুবকর সিদ্দিক চৌধুরী (মটর সাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ খালেকুজ্জামান চৌধুরী ওরফে বুলেট চৌধুরী (ঘোড়া মার্কা), ক্বারী মাও. আব্দুল্লাহ আল কাফি সিদ্দিকী (চশমা মার্কা), স্বতন্ত্র প্রার্থী মোঃ এয়াজ উদ্দিন ডেকেরা (অটোভ্যান মার্কা)।

ভাবকী ইউনিয়নঃ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম (নৌকা মার্কা), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম তুহিন (আনারস মার্কা) এবং মোঃ আশরাফ আলী খাঁন (ধানের শীষ মার্কা)।

গোয়ালডিহি ইউনিয়নঃ বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন (ধানের শীষ মার্কা), আওয়ামী লীগ মনোনীত মোঃ আইনুল হক শাহ্ (নৌকা মার্কা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ্ আব্বাস আরেফিন আহমেদ (আনারস মার্কা) নিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমে পড়েছেন।



মন্তব্য চালু নেই