বাগেরহাটে নিজ রাইফেলের গুলিতে পুলিশ নিহত

বাগেরহাটে পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অবস্থায় নিজ রাইফেলের গুলিতে নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল প্রলব সেন (২০)।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি আত্মহত্যা করেছেন কিনা গুলিবদ্ধ হয়েছেন তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
নিহত প্রলব খুলনা জেলার দিঘলিয়া উপজেলার রাধা মাধবপুর গ্রামের প্রদিপ সেনের ছেলে। তিনি ট্রেনিং শেষে ২০১৩ সালের ৫ অক্টোবর বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, সকালে অফিস চলাকালে গেটে বিকট শব্দ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে ছুটে যায়। পরে সেখানে প্রলব সেনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রলব সকাল ৮টায় ওই নিরাপত্তা চৌকির দায়িত্ব নেয়। সকাল ১০টায় অন্য সদস্যদের চৌকির দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা ছিল।
চাকরিতে যোগদানের পর একবার তিনি পালিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যদের চাপে এক মাস ২৩ দিন পর পুনঃরায় তিনি চাকরিতে যোগদান করেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে নিজের রাইফেলের গুলিতে প্রলব সেন আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।



মন্তব্য চালু নেই