বাকৃবিসাসের ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) আয়োজনে বিজয় দিবস ব্যাডমিন্টন টূর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিজয়ের শীতলক্ষ্যা চ্যাম্পিয়ান ও উত্তাল যমুনা রানার্স আপ হয়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক সমিতির কার্যালয়ে ওই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমিতির সভাপতি মো. হাতেম আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, সহকারী প্রক্টর ড. মোহাম্মদ আল-মামুন, ড. মো. আজহারুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক দীন মোহাম্মদ দীনুসহ বিভিন্ন জাতীয় দৈনিকের কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আওয়াল মিয়া শেখ।

টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করছে। এগুলো হলো বিজয়ের শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র বয়েজ, উত্তাল যমুনা, সর্বনাশা পদ্মা, হামার তিস্তা। দ্বৈত ম্যাচের দলগুলোতে মো. হাতেম আলী (নিউ এইজ), আবুল বাশার মিরাজ (কালের কন্ঠ), মো. শাহীদুজ্জামান সাগর (প্রথম আলো), আশিফুল ইসলাম মারুফ (যুগান্তর), মো. আশরাফুল আলম (ইনকিলাব), মোফাজ্জল হোসেন মায়া (জনকন্ঠ), নাজিব মুবিন (ইত্তেফাক), মাহাদী হাসান (উধরষু ঝঁহ), অমিত মলাকার (সময় প্রতিদিন), মুসফিকুর রহমান সিফাত (ঙনংবৎাবৎ) মোট ১০জন প্রতিযোগি অংশগ্রহণ করছেন।



মন্তব্য চালু নেই