বাকৃবিতে সাংবাদিক সমিতির প্রশিক্ষণ সমাপ্ত

শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) অনুসন্ধান, খেলাধুলা ও গবেষণা বিষয়ে ওই প্রশিক্ষণ দেয়া হয়।

শনিবার সকাল ১১টায় জিটিআই’র পরিচালক অধ্যাপক ড. এম মোজাহার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটরবৃন্দ, সহকারী প্রক্টর ও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন অনলাইন ও জাতীয় দৈনিকের ১৮ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহন করেন।



মন্তব্য চালু নেই