বাকৃবিতে বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির ইফতার ও কমিটি গঠন
মো. শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহস্পতিবার বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয় ও সেই সাথে নতুন কমিটি গঠন ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সন্ধ্যা ৬ টার দিকে বৃহত্তর দিনাজপুর (ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর) জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক বরকত তমালের সঞ্চালনায় বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির সভাপতি ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। এতে গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মো.শওকত আলী, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওয়াকিলুর রহমান, পশুপুষ্টি বিজ্ঞান বিভাগের লেকচারার মো. শফিকুর রহমান শিশিরসহ বৃহত্তর দিনাজপুর জেলা থেকে আগত বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই