বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্রসন বেগম খালদা জিয়া’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম রাসেল, সাংগাঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজনসহ প্রায় শতাধিক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।



মন্তব্য চালু নেই