বাইক আরোহীকে পড়ে যাওয়া থেকে বাঁচাবে জ্যাকেট

দু’চাকার যান হিসেবে মোটর বাইক সবসময় ঝুঁকিপূর্ণ। গতি এবং নিরাপত্তা দুটো এক সঙ্গে পেতে মোটর বাইক চালানোর সঠিক স্যুট পড়ার বিকল্প নেই। মোটর বাইক আরোহীকে নিরাপদ রাখতে বিজ্ঞানীরা উদ্ভাবন কররো বিশেষ জ্যাকেট।

এটি তৈরি করেছে ইউরোপের জ্যাকেট নির্মাতা প্রতিষ্ঠান ডেইনেস। জ্যাকেটটির নাম রাখা হয়েছে ডেইনেস ডি এয়ার রেসিং মিসানো স্যুট। এই স্যুটটি পড়লে বাইকের সাথে সংযুক্ত থাকার বাধ্যবাধকতা নেই। স্যুটটিতেই সেন্সর দেয়া আছে যেটা আপনার শরীরের গতিশীলতাকে বুঝতে পারবে। কোন ধরনের দুর্ঘটনার কারণে কোন ক্র্যাশ হওয়ার সাথে সাথেই স্যুটটির এয়ারব্যাগগুলো কার্যকর হয়ে যাবে। যে কোনো আঘাত থেকে চালককে রক্ষা করবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগবে মাত্র ৩০ মিলি সেকেন্ড।

২০১২ থেকে ইউরোপে সহজলভ্য হলেও চলতি বছরের সেপ্টেম্বর থেকে এটি যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে। জীবন রক্ষা কারী এই জ্যাকেটের মূল্য ২৫০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১ লক্ষ ৯৫ হাজার টাকা ।



মন্তব্য চালু নেই