বাংলা নববের্ষে আরও বাড়তে পারে ইলিশের দাম

বাংলা নববর্ষকে কেন্দ্র করে ইতোমধ্যেই বেড়েছে ইলিশের দাম। এ দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজধানীর মাছ ব্যবসায়ীরা। ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে- ৫শ থেকে ৬শ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ৫শ থেকে ৬শ টাকা দামে। এর চেয়ে বড় আকারের অর্থাৎ ৯শ থেকে ৯৫০ গ্রাম ওজনের ইলিশগুলো বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে ১ হাজার ৭শ টাকায়। আর ছোট আকারের, যেগুলোকে জাটকা হিসেবে ধরা হয় অর্থাৎ ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের মাছগুলো বিক্রি হচ্ছে ৩০০ টাকা করে। ইলিশ বিক্রেতারা মনে করছেন, বাড়তি চাহিদার কারণে পহেলা বৈশাখের আগের দিনগুলোতে ইলিশের দাম আরও বাড়বে। কাওরান বাজারের মাছ ব্যবসায়ী কামাল মিয়া জানান, বৈশাখের আগে সবাই আসলে ইলিশ কেনেন। বছরের এ সময়টাতে মাছের বাড়তি চাহিদার কারলে দামও বেড়ে যায়।

































মন্তব্য চালু নেই