বাংলার হৃদয় ছুঁলেন বিদেশিনী, কিন্তু শেষে ধরা পড়লেন শাহরুখের হাতে

বাংলা-বাঙালি-বঙ্গভূম। কোন কোন সিম্পটমে ধরা পড়ে এই চালচিত্র? আর তাকে দেখতে কেমন চোখই বা প্রয়োজন? এই প্রশ্নগুলোই কি ভাবিয়েছে পশ্চিম বঙ্গ সরকারের পর্যটন বিভাগকে? নস্ট্যালজিয়ার সঙ্গে চিরায়ত, শ্বাশ্বতর সঙ্গে আগামী বাংলাকে কীভাবে ধরা যায় ৩ মিনিট ২৬ সেকেন্ডের পরিসরে? বাংলার

এই বিপুল চালচিত্রকে নিয়ে এক প্রোমোশনাল ভিডিও তৈরি করল পর্যটন বিভাগ। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হতেই মুহূর্তে ভাইরাল।

কলকাতার রসগোল্লা থেকে সন্দেশ তৈরি। সুন্দরবনের বাঘ থেকে বাঁকুড়া-বিষ্ণুপুর, মুর্শিদাবাদের ঐতিহ্য। পুরুলিয়ার ছৌ থেকে মালদার গম্ভীরা। টেরেকোটা শিল্প থেকে দার্জিলিংয়ের টয় ট্রেন। বাংলার ভাষা থেকে বাংলা সংস্কৃতি।

একজন বিদেশির চোখে বাংলা ঠিক কেমন, সেটাই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। আর শেষ পাতে রয়েছে চমক। এ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান এক অনন্য ভূমিকায় উপস্থিত ভিডিওটিতে।-এবেলা



মন্তব্য চালু নেই