বাংলামেইলের সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা
অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে সোমবার রাতে পল্টন থানায় মামলাটি করা হয়।
চারজনের মধ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে পলাতক দেখানো হয়েছে। মামলার অন্য আসামি ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পল্টন থানার ওসি রফিকুল ইসলাম জানান, র্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন। সন্ধ্যার পর গ্রেপ্তার তিনজনকে থানায় হস্তান্তর করেছে র্যাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করার অভিযোগে রবিবার রাতে রাজধানীর কাকরাইলে ৭০/১ ইনার সার্কুলার রোডে বাংলামেইলের কার্যালয়ে যায় র্যাব। এরপর সেখান থেকে তাদের নিয়ে আসা হয়।
মন্তব্য চালু নেই