বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

গেল বছর অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার।

কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা বাংলাদেশ সফর স্থগিত করে। তখন জানিয়েছিল সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসবে তারা।

অবশেষে বরফ গলতে শুরু করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি সাদারল্যান্ড জানিয়েছেন ২০১৭ সালে বাংলাদেশ সফরে আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ বিষয়ে সাদারল্যান্ড ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকমকে বলেন, ‘আইসিসি সভার বাইরে ব্যক্তিগতভাবে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা জানে স্থগিত হওয়া ওই সিরিজটি সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর ও প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বাংলাদেশ সফর করার সময় সুযোগ খুঁজছি। ২০১৭ সালের সূচির মধ্যে আমরা এই সফরটি রাখার বিষয়ে একমত হয়েছি।’

২০০৬ সালে সবশেষ দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। এরপর দীর্ঘ ৯ বছরে আর কোনো টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসেনি অসিরা। তবে ২০১১ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে গিয়েছিল ক্রিকেট পরাশক্তিরা। আর সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ সফর করেছিল অসিরা।

এর আগে ২০০৩ ও ২০০৮ সালে দুবার অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ ক্রিকেট দল।



মন্তব্য চালু নেই