বাংলাদেশ সঙ্কট নিয়ে ইইউ বসছে বৃহস্পতিবার
বাংলাদেশে চলমান রজনৈতিক সঙ্কট, মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার, বিচারবহির্ভূত হত্যা ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে করণীয় বিষয়ে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন।
আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইউরোপীয় পার্লামেন্টের সাপ্তাহিক এজেন্ডার মধ্যে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়েছে। গতকাল ২৩ ফেব্রুয়ারি সোমবার থেকে পহেলা মার্চ পর্যন্ত বৈঠকের এজেন্ডা পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারির বৈঠকে ৯টি এজেন্ডা রাখা হয়েছে। বাকি এজেন্ডাগুলো শুধু অনুমোদন ও বিবৃতি দেয়ার জন্য পাস করা হবে।
এসময় সম্প্রতি বাংলাদেশ ঘুরে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক উপকমিটির সদস্যরা তাদের পর্যালোচনা ও মূল্যায়ন রিপোর্ট উপস্থাপন করবেন।
বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অবস্থার বিষয়ে সরেজমিন অভিজ্ঞতা, পর্যালোচনা এবং তাদের মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরবেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া ক্রিশ্চিয়ান দা প্রেদা।
এছাড়া সফরে আসা প্রতিটি সদস্য বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরবেন বলে জানা গেছে। এসময় আলোচিত হবে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বক্তব্য। পাশাপাশি আলোচনায় প্রাধান্য পাবে সঙ্কট সমাধানে সুশীল সমাজ ও কূটনীতিকদের অবস্থান।
এছাড়া মধ্যপ্রাচ্যের খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়েও আলোচনা হবে।
মন্তব্য চালু নেই