বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচলে বাধা নেই

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ যেকোনো সংখ্যক বিমান পরিচালনা করতে পারবে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বর্তমানে বাংলাদেশ থেকে কোনো এয়ারলাইনস সরাসরি যুক্তরাষ্ট্র যেতে পারে না। এমনকি বাংলাদেশ সরকারের মালিকানাধীন বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসও যুক্তরাষ্ট্রে যেতে পারে না। যেকোনো দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনার প্রাথমিক শর্ত হচ্ছে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন করা। দুই দেশের মধ্যে ২০১৩ সালে ওয়াশিংটনে বিমান চলাচলের জন্য মেমোরেন্ডাম অব কনসালটেশন স্বাক্ষরিত হয়। এর ওপর ভিত্তি করেই বিমান চলাচল চুক্তির খসড়া করা হয়েছে।

বাংলাদেশের সঙ্গে যে চুক্তিটি করা হচ্ছে তা যুক্তরাষ্ট্রের ওপেন স্কাই পলিসির আলোকে। চুক্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন উভয় দেশের কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। উভয় দেশ যেকোনো সংখ্যক বিমান সংস্থাকে তাদের মনোনীত সংস্থা হিসেবে ফ্লাইট পরিচালনার জন্য মনোনয়ন করতে পারবে।



মন্তব্য চালু নেই