বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, এটা ‘শুভ সংবাদ’ : বাণিজ্যমন্ত্রী

বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ঘোষণা করায় এটাকে ‘শুভ সংবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এখন যে অবস্থায় এগিয়েছে। এটা একটা মীরাকল।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এটা তার প্রথম ধাপ।’
আগামী ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরের সংবাদ বিয়ে হলেও বউ সেজে শ্বশুর বাড়ি যাওয়া হলো না কেয়ার : মৃত্যুর প্রহর গুনছে হাসপাতালের কেবিনে
মন্তব্য চালু নেই