বাংলাদেশ ভূখন্ডে ঢুকে ২ বাংলাদেশিকে মারপিট করলো বিএসএফ

বাংলাদেশ ভূখন্ডে ঢুকে ২ কৃষককে মারপিট করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এ ঘটনা ঘটে। এসময় বিএসএফ ১রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোয়ালপাড়া মাঠের গোয়ালবাতান নামক স্থানে ভোরে পটল ক্ষেতে কাজ করছিল একই গ্রামের সেলিম সরদারের ছেলে গোলাম রসুল (২৫) ও আ.রহমানের ছেলে আ.সাত্তার (৪০)। ১৭/৪ আরএস পিলারের সন্নিকটের ওই স্থানটি ভারতের তারের কাটা সংলগ্ন ভারতীয় জমির পাশেই। এসময় হঠাৎ ভারতের উত্তর ২৪পরগণা জেলার ৭৬ বিএসএফের গোবিন্দপুর ক্যাম্পের অস্ত্রবিহীন একজন বিএসএফ সদস্য লাঠি হাতে নিয়ে গরু পাচারকারীদের তাড়া করে বাংলাদেশের ভূখন্ডে ঢুকে পড়ে ফসলী ক্ষেতে কাজরত বাংলাদেশি গোলাম রসুলকে মারপিট করতে শুরু করে।
পাশে থাকা আ.সাত্তার এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে মারপিট করে ওই বিএসএফ সদস্য।
এসময় রসুল ও সাত্তার দু’জনে লাঠি কেড়ে নিয়ে বিএসএফ সদস্যকে প্রতিহত করার চেষ্টা করে। তখন ওই বিএসএফ সদস্যকে উদ্ধার করতে দূরে অবস্থানরত অস্ত্রধারী অপর তিনজন বিএসএফ সদস্য সেখানে চলে আসে।
ইতোমধ্যে পার্শ্ববর্তী বাংলাদেশি বহু জনতা সেখানে এগিয়ে গেলে ওই বিএসএফ সদস্যরা এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে ভারতের অভ্যন্তরে চলে যায়। ওই ঘটনায় রসুল ও সাত্তার সামান্য আহত হয়েছে।
বাংলাদেশের প্রায় ১’শ গজ অভ্যন্তরের ওই স্থানে ঘটে যাওয়া ঘটনায় বিজিবি সদস্যরা পৌছানোর আগেই বিএসএফ ভারতে চলে যায়।
স্থানীয় সূত্র আরো জানায়, ওই ঘটনার কিছু আগে ভোরে ঘন কুয়াশার মধ্যে দু’জন ভারতীয় গরু রাখাল ৪টি গরু বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দিয়ে চলে যায়। মুলত: তাদের তাড়া করেই গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে গরু পাচারকারী ভেবে ওই দুই বাংলাদেশিকে মারপিট করে।
যদিও বাংলাদেশের গোয়ালপাড়া সীমান্তের বিপরীতে ভারতের গোবরা ক্যাম্প অবস্থিত।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আরমান হোসেন পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বলে চান্দুড়িয়া বিজিবি সূত্র জানায়।
মন্তব্য চালু নেই