বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে শঙ্কা নেই

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যে নেতিবাচক কথা বলা হচ্ছিল, যে শঙ্কা প্রকাশ করা হচ্ছিল পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের পর তা কেটে যাবে বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রেনেসাঁ ফাউন্ডেশন আয়োজিত ১ম বাংলাদেশ শান্তি উৎসবে আয়োজিত শান্তি উৎসব শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি যে অভিব্যক্তি প্রকাশ করেছেন তা খুবই আশাব্যঞ্জক। এটি দুটি দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করতে সহযোগিতা করবে। আসলে বাংলাদেশ ও ভারত দুদেশের সরকারই নতুন সরকার। দুটি সরকারের সম্পর্ক নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন। অনেকে নেতিবাচক কথা বলেছিলেন। কিন্তু এ বৈঠকের পরে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গেছে যে, সকল শঙ্কা কেটে যাবে।’

শাহরিয়ার আলম আরো বলেন, ‘জাতিসংঘে একাধিক রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক হবে। সবমিলিয়ে জাতিসংঘের এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান খুবই গুরুত্বপূর্ণ।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে তখনই যখন বিশ্বের সকল দেশের পররাষ্ট্র নীতি হবে বাংলাদেশের মতো।

উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে, ‘সকলের সঙ্গে বন্ধুতা, কারো সঙ্গে বৈরিতা নয়।’

অনুষ্ঠান শুরুর আগে প্রতিমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থার খোঁজখবর নেন এবং এব্যাপারে সহযোগিতার অশ্বাস দেন।IMG_20140921_134931 {focus_keyword} বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে শঙ্কা নেই IMG 20140921 134931

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আক্কাস প্রমুখ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা পারভেজ সিদ্দিকী।



মন্তব্য চালু নেই