বাংলাদেশ-ভারত ফাইনালের নকল টিকেট থেকে সাবধান !

টিকেট নয়, যেন সোনার হরিণ। চলমান এশিয়া কাপের ফাইনালটা মাঠে বসে যারা উপভোগ করতে চান তারা নি:সন্দেহে এই মুহূর্তে এমনটাই ভাবছেন।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়াই চলবে ভারতের। এর আগেই টিকেট নিয়ে রীতিমত যুদ্ধ করছেন দর্শকরা।
এই শনিবার সকালে তো সেই যুদ্ধ ঠেঁকাতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীরও মাঠে নামতে হয়। দাঙ্গা-কাণ্ডের জের ধরে একদিন টিকেট বিক্রিও বন্ধ থাকে।
টিকেটের এই হাহাকারের বাজারের ফাঁয়দা লুটছে একাট অসাধু চক্র। এরা মূলত টিকেট কালোবাজারী। তবে, প্রচলিত কালোবাজারীদের চেয়ে এরা এক ধাপ এগিয়ে। কারণ, তারা বিক্রি করছেন ১৫ হাজার টাকায়।
খোঁজ নিয়ে জানা গেছে, চক্রটি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে চক্রটি বেশ সক্রীয়। তারা বেশ সফলতার সাথে দেদারসে বিক্রি করছে এই টিকেট।
এদের থেকে সাবধান!
মন্তব্য চালু নেই