বাংলাদেশ পথনাটক পরিষদে ভাঙন

দীর্ঘ তেতাল্লিশ বছর পর ভেঙে যাচ্ছে বাংলাদেশ পথনাটক পরিষদ। ‘৫ম জাতীয় দ্বিবার্ষিক সম্মেলন’ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার দুপুরে পরিষদের একাংশের সংবাদ সম্মেলনের পর এ আশংকা দেখা দিয়েছে । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘৫ম জাতীয় দ্বিবার্ষিক সম্মেলন’-এর আহবায়ক (স্বঘোষিত) মফিজুর রহমান লাল্টু, থিয়েটার নাট্য সংগঠনের খুরশিদ আলম, পথনাটক পরিষদের সহ-সভাপতি শাহ আলম, মহাকাল নাট্যসম্প্রদায়ের শাহনেওয়াজ প্রমুখ।

সংবাদ সম্মেলনে সংগঠনের বর্তমান সভাপতি ও সেক্রেটারি না থাকার বিষয়ে প্রশ্ন করা হলে মফিজুর রহমান লাল্টু বলেন, ‘তাদের সংবাদ সম্মেলনে আসতে বলা হয়েছে। হয়তো পথে আছেন। আমরা আশা করছি অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থিত হবেন।’

এ বিষয়ে পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা বলেন, এ সবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, ‘সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমি ও সদস্য সচিব আহম্মেদ গিয়াস। এরই মধ্যে চল্লিশেরও অধিক প্রতিনিধির সম্মতিক্রমে পাবলিক লাইব্রেরিতে সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে। সুতরাং প্রস্তুতি কমিটির আহবায়ক হিসেবে এখন যিনি (লাল্টু) পরিচয় দিচ্ছেন, তা সত্য নয়। আমি মনে করি আমাদের দীর্ঘদিনের এ সংগঠনের অগ্রযাত্রার পথকে ব্যাহত করারই একটি অপ-প্রয়াস।’

সম্মেলনের বিষয়ে মান্নান হীরা বলেন, ‘সম্মেলনের স্থান নির্ধারণ নিয়ে যেহেতু বিতর্ক উঠেছে সেহেতু শিল্পকলায় বা টিএসসিতে না হয়ে দেশের অগ্রজ নাট্যব্যক্তিত্বদের পরামর্শে ৮ মে পাবিলক লাইব্রেরির সেমিনার কক্ষে সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টা থেকে শুরু হবে এ সম্মেলন। সকল প্রতিনিধিকে আমরা অবহিত করেছি। আশা করছি আমাদের সম্মেলন সফল হবে।’

এদিকে মফিজুর রহমান লাল্টু বলেন, ‘আমরা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন করবো। সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি সম্মেলনটি ফলপ্রসু হবে।’



মন্তব্য চালু নেই