বাংলাদেশ-দ. আফ্রিকা সিরিজের সময়সূচিতে পরিবর্তন

ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হয়েছিল দুপুর তিনটায়। তিনটায় শুরু হওয়া ম্যাচ শেষ হতে হতে সাড়ে এগারোটা কিংবা বারোটা বেজে যেত। খেলা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে গভীর রাত! সব কিছুকে বিবেচনা করে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড।

বিসিবির এক সূত্র মোতাবেক, তিনটি ওয়ানডে শুরু হবে দুপুর ১২টা থেকে। ওয়ানডের আগের আছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। বিশ ওভারের ম্যাচগুলো দুপুর একটা থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। টেস্ট সিরিজের দুটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টা থেকে।

৫ জুলাই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি হবে মিরপুর স্টেডিয়ামে। ৭ জুলাই একই স্টেডিয়ামে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১০ ও ১২ জুলাই প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুরেই।

এরপর ১৫ জুলাই চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২১ থেকে ২৫ জুলাই চট্টগ্রামেই হবে প্রথম টেস্ট। সফরের শেষ টেস্ট হবে মিরপুরে, ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। ৪ আগস্ট ঢাকা ছাড়বে সফরকারীরা।



মন্তব্য চালু নেই