বাংলাদেশ দলের বিজয়ে হরতাল শিথিল

বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে যাওয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল শিথিল করেছে ২০ দলীয় জোট।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম খান বলেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় আগামীকাল মঙ্গলবার ২০ দলের পক্ষ থেকে সারাদেশে এই বিজয়কে অভিনন্দন জানিয়ে মিছিল হবে।’

তিনি বলেন, ‘এ উপলক্ষে আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বঘোষিত হরতাল কর্মসূচি শিথিল করা হয়েছে। তবে অবরোধ অব্যাহত থাকবে।’

হরতাল পুনরায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে বলে বিবৃতিতে বলা হয়।



মন্তব্য চালু নেই