মালয়েশিয়ায় শুরু হচ্ছে মক সুপার কাপ ফুটবল
বাংলাদেশ দলের টিম ম্যানেজার হিসেবে ইঞ্জি: সিরাজুল ইসলাম খানের মালেশিয়া গমন
০৭ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় শুরু হচ্ছে মক সুপার কাপ ফুটবল। মকের এই আসরে অংশ নিতে আজ রোববার সকালে মালয়েশিয়ায় যাচ্ছে ৪২ সদস্যের অনূর্ধ্ব-১২ ও ১৩ বাংলাদেশ ফুটবল দল। টানা দ্বিতীয়বার মকে অংশ নিচ্ছে বাংলাদেশের যুবারা। টুর্নামেন্টে প্রতিদিন প্রতিটি গ্রুপের প্রতিটি দলকে ২টি খেলায় অংশ নিতে হবে। একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকালে, অপরটি বিকেলে। মকের এই আসরে অনূর্ধ্ব-১২ বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে সিউল সিন্দাপ (কোরিয়া), জিওজে কিমিজিংইউ (কোরিয়া), মালয়েশিয়া কুগার্স ও জিওনসা (মালয়েশিয়া)। অনূর্ধ্ব-১২ তে মকে অংশ নেয়া দেশ গুলো হচ্ছে; বাংলাদেশ, কোরিয়া, উজবেকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইরান ও ফিলিপাইন। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক জাতীয় (অনুর্ধ ১২) ফুটবল দলের টিম ম্যানেজার হয়ে মালেশিয়ার কুয়ালালামপুরে সুপার কাপ খেলায় দলের টিম ম্যানেজার হিসাবে আজ রোববার সকাল ৯টায় মালেশিয়ান এয়ার লাইন্স যোগে মালেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। অন্যদিকে, অনূর্ধ্ব-১৩ বাংলাদেশ দল খেলবে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের বিপক্ষে খেলবে পোহাং স্টিলার্স (কেরিয়া), গামবা ওসাকা (জাপান) ও বুরিরাম ইউনাইটড (থাইল্যান্ড)। অনূর্ধ্ব-১৩ তে অংশ নেয়া দেশ গুলো হল; বাংলাদেশ, ব্রাজিল, ইংল্যান্ড, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ক্রোয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, স্পেন, উজবেকিস্তান ও ফিলিপাইন। ০৭ ডিসেম্বর ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ৭ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত কুয়ালালামপুরে এ সুপার কাপে বাংলাদেশ দল অংশ গ্রহন করবে। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান ঢাকা ত্যাগ করার প্রাক্কালে বাংলাদেশ দলের সাফল্য ও দোয়া কামনা করেছেন।
মন্তব্য চালু নেই