বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের অভিনন্দন
পাকিস্তানকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করে সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন।
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বরাবর লেখা এক অভিনন্দন বার্তায় বলা হয়, ওয়ানডে সিরিজে আপনার সুদক্ষ নেতৃত্বে ও দলের প্রতিটি খেলোয়াড়ের আপ্রাণ চেষ্টায় পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সিরিজ জেতায় আমাদের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন। আপনাদের দক্ষ ও চৌকস খেলার প্রতিটি মুহুর্ত আমরা সরাসরি টেলিভিশনের পর্দায় উপভোগ করেছি।
বিশ্বের ২৪ কোটি বাঙালিদের আনান্দে ভাসিয়ে জয় উপহার দেওয়ায় বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হান্নান, প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল হক, আঞ্চলিক পরিচালক (উত্তর) মো. মাইনুল ইসলাম, আঞ্চলিক পরিচালক (দক্ষিণ) আবুল কালাম আজাদ ইখতিয়ারসহ সকল কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।
একই সাথে আগামী টি-২০ ও টেস্ট সিরিজ ও আসন্ন ভারত সিরিজে জয়ের ধারাবাহিকতা বজায় থাকার আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য চালু নেই