বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। প্রাথমিকভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের কাজ শুরু করে এখন দেশের ১৬ কোটি ২৫ লক্ষ জন্ম নিবন্ধনের মধ্যে ১১ কোটি নাগরিককে অনলাইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার বিয়াম আডিটরিয়ামে জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে অনলাইন জন্ম নিবন্ধন কার্যক্রমের প্রশংসা করে বলেন, ‘সঠিক জন্মতারিখ নিয়ে দেশে একটি সুষ্ঠু জন্ম নিবন্ধন তথ্য ভাণ্ডার গড়ে তুলতে হবে।’

এ সময় তিনি প্রতিটি শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করার জন্যও সবার প্রতি আহ্বান জানান। এবারের জন্ম নিবন্ধন দিবনের প্রতিপাদ্য হচ্ছে ‘জন্ম একবার নিবন্ধন-ও একবার’।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ইউনিসেফ বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ মি. প্যাসকেল ভিলনোভ প্রমুখ।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক আকম সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। সভায় শতভাগ জন্ম দিবন্ধন সম্পন্নকারী নিবন্ধন কার্যালয়সমূহের মধ্যে যারা ৪৫দিনের কম বয়সে সর্বাধিক শিশু জন্ম নিবন্ধন করেছেন এমন ১০টি নিবন্ধন কার্যালয়কে সম্মাননা প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই