‘বাংলাদেশে ৬৫ হাজার রোহিঙ্গার প্রবেশ’

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে এ পর্যন্ত ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

গত সোমবার মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দূত ইয়াংহি লি দেশটির কাচিন রাজ্য পরিদর্শনে যান। জাতিগত বিরোধে সেখান থেকে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইয়াংহি লি দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাখাইন রাজ্য পরিদর্শনে যাবেন।

জাতিসংঘের ত্রাণ সংস্থা মানবিক সমন্বয়বিষয়ক কার্যালয় জানিয়েছে, ‘৫ জানুয়ারি পর্যন্ত আনুমানিক ৬৫ হাজার রোহিঙ্গা কক্সবাজারে নিবন্ধিত আশ্রয়কেন্দ্রে বাস করছে।’

এর আগে মিয়ানমার পরিদর্শনে গিয়ে এক মন্তব্যের কারণে জাতিসংঘের কর্মকর্তা হুমকি ও বিক্ষোভের মুখে পড়েছিলেন। তখন তিনি রোহিঙ্গাদের চিকিৎসার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছিলেন।

এক রোহিঙ্গা শরণার্থীর বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী তার সাত সন্তানকে হত্যা করেছে। এমন অনেক পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে ফেলা হয়েছে। নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন অনেকেই।

উত্তর রাখাইন রাজ্যে বিদ্রোহীদের দমন করতে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের আগে ও পরে এ রোহিঙ্গারা প্রবেশ করে।

এদিকে, রোহিঙ্গা নাগরিকদের নির্যাতনের ভিডিও প্রকাশের পর দেশটির সরকার বলছে, ওই বিচ্ছিন্ন ঘটনায় জড়িত কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নয় সেনা নিহত হয়। এরপর রাখাইন রাজ্যে অভিযান শুরু করেন সেনারা।



মন্তব্য চালু নেই