‘বাংলাদেশে হারা হারাম!’

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এমন হার মেনে নিতে পারেননি কেউ। তাই বাংলাদেশ দলের সমালোচনায় মুখর সবাই।

গেল কয়েকদিন ধরে বেশ সমালোচনার শিকার হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। মালয়েশিয়ার বিপক্ষে ভালো খেলেও হেরেছেন। তাই তাদের ভালো খেলার কোনো দাম নেই। তিনি মনে করেন, বাংলাদেশ এমন একটি জায়গা এখানে হারা হারাম। জেতাটা হালাল। শেষ ম্যাচটি জিতে সেটাকে হালাল করতে চান।

মামুনুল ইসলাম বলেন, ‘ভালো ফুটবলের কোনো দাম নেই। আপনি মাঠে ভালো ফুটবল খেলেছেন। কিন্তু গোল পাননি। জয় পাননি। তাতে ভালো ফুটবল খেলার কোনো দাম পাবেন না। দাম রয়েছে জয়ের। আপনি খারাপ ফুটবল খেলে জিতলেও বাহবা পাবেন। বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে হারা হারাম। জেতাটা হালাল। শেষ ম্যাচটি আমরা জিতে হালাল করতে চাই।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার শ্রীলঙ্কা জাতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত হবে। হেরে গেলে ১৬ বছর পর আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপে ঘরের মাঠে দর্শক হয়ে যাবে তারা। অবশ্য ড্র করলেও গোল গড়ে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠে যাবেন মামুনুল-এমিলিরা।



মন্তব্য চালু নেই