বাংলাদেশে বাকস্বাধীনতা চাপাতির আক্রমণের শিকার: হিউম্যান রাইটস

মঙ্গলবার এমন মন্তব্য করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠন আরো জানিয়েছে, বাংলাদেশের বাকস্বাধীনতা অতীতে এমন নজির বিহীন আক্রমণের শিকার হয়নি। বিবৃতিতে সংস্থাটির সাউথ এশিয়া ডাইরেক্টর মিনাকশি গানজুলি এ মন্তব্য করেন।

সম্প্রতি গ্রেফতার হওয়া সাংবাদিক প্রবীর শিকদারের বিষয়ে বিবৃতিতে বলা হয়, একজন মন্ত্রী ও অন্য একজন রাজনীতিক নিয়ে বাংলাদেশের স্বাধীনতার সময় সংঘটিত যুদ্ধাপরাদের বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে পুলিশের একটি বিশেষ ব্রাঞ্চ তাকে আটক করেছে। তবে প্রসিকিউটর বলছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিকদার মন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।



মন্তব্য চালু নেই