বাংলাদেশে অবস্থানকারী ভারতীয়দের নাম নিবন্ধনের পরামর্শ

বাংলাদেশে অবস্থানকারী সব ভারতীয় নাগরিককে ঢাকার দেশটির হাইকমিশনে নাম নিবন্ধন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনের নিজস্ব ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি নিবন্ধন ফর্ম আছে। সেই ফরমটি পূরণ করে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

ওয়েবসাইটের লিংকে নিবন্ধন ফরমটি পাওয়া যাবে।

গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। এদের মধ্যে এক ভারতীয় নাগরিক ছিলেন।

এ ছাড়া ইতালীয় ছিলেন ৯ জন এবং জাপানের নাগরিক ছিলেন ৭ জন। অন্য তিনজনের মধ্যে দুজন বাংলাদেশি ও একজন মার্কিন নাগরিক।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।

এ ঘটনার এক সপ্তাহের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতের পাশে জঙ্গিরা হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হন।

এ সব ঘটনার পরই ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে দেশটির নাগরিকদের নিবন্ধন করার পরামর্শ দেওয়া হল।



মন্তব্য চালু নেই