বাংলাদেশের প্রথম দুই নারী যুদ্ধবিমান পাইলট
বাংলাদেশের বিমান বাহিনীতে আজ বুধবার এই প্রথমবারের মতো যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়েছেন দুজন নারী বিমান-সেনা। তাদের নাম নাইমা হক এবং তামান্না-ই লুতফী ।
তারা এর আগে বিমান বাহিনীতেই যুদ্ধসংক্রান্ত নয় এমন কাজ করতেন. তবে কিছুকাল আগে বিমানবাহিনীতে প্রথম বারের মতো বৈমানিক-সেনা নিয়োগের পথ উন্মুক্ত হবার পর তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এই সুযোগ নেবার।
প্রশিক্ষণের পর যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ারবেস থেকে বিমান নিয়ে ওড়েন তারা এর পর যথারীতি প্রশিক্ষণ শেষ হবার পর আজই প্রথম বারের মতো একা যুদ্ধবিমান নিয়ে উড়েছেন তারা।
ফ্লাইং অফিসার তামান্না এ লুতফী বলছিলেন, যুদ্ধবিমান চালানো শেখার অনুপ্রেরণা তিনি পান তার বাবার কাছে, যিনি নিজেও বিমান বাহিনির একজন অফিসার ছিলেন।
সাহসী কাজে সবসময় সমর্থন জুগিয়েছেন তার বাবা-মা। ছোটবেলা থেকেই বৈমানিক হওয়ার ইচ্ছা ছিল – কিন্তু প্রথম দিকে নারীদের জন্য সেই সুযোগ ছিল না।
ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক বলেছেন, সৈনিক বৈমানিক হবার ভাবনা কিভাবে তার মনে এসেছিল।
তিনি বলেন বিমান বাহিনির নতুন ও চ্যালেঞ্জপূর্ণ এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিলেন তিনি।
মন্তব্য চালু নেই