বাংলাদেশের কিশোরী যৌনকর্মীদের জীবনের ১০ টি মর্মস্পর্শী ছবি! দেখলে চমকে যাবেন…
যৌনকর্মী শব্দটা শুনলেই হয়তো আপনার মনে ভেসে ওঠে খুব “ঘৃণিত” কিছু মানুষের চেহারা। কিন্তু আসলে কি ঘৃণিত? নারীরা কি স্বেচ্ছায় এই পেশায় আসেন? যৌনকর্মীরা যদি ঘৃণিতই হবেন, তাহলে কেন তাদের খদ্দেরকে ঘৃণা করা হবে না?
এসব প্রশ্নের জবাব নেই কোনো। তর্ককে একপাশে সরিয়ে রেখে আসুন দেখি মর্মস্পর্শী কিছু ছবি। এই ছবি গুলোতে উঠে এসেছে বাংলাদেশের কিশোরী যৌনকর্মীদের মর্মান্তিক জীবনের করুণ কিছু চিত্র। এই চিত্র গুলো হয়তো তাদের সত্যিকার জীবনের বিভীষিকার সামনে কিছুই নয়। তবুও দেখুন, হয়তো যৌনকর্মীদের প্রতি বদল হবে আপনার মনোভাব।
পৃথিবীর বহুদেশে পতিতাবৃত্তি একটি প্রচলিত পেশা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আজকের ফিচারে টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লীর কিছু ছবি তুলে ধরা হলো।
মন্তব্য চালু নেই