‘বাংলাদেশের করের অর্থে যুক্তরাষ্ট্র চলে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক খাতে বিভিন্ন সুবিধা না দেওয়ার অভিযোগ করে বলেছেন, “বাংলাদেশের মতো দেশগুলোর করের অর্থে যুক্তরাষ্ট্র চলে। ” আজ শনিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ‘ঢাকা অ্যাপারেল সামিট’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটা বিষয়ে আমাদের লক্ষ করতে হবে, আমাদের পণ্যের, যে রপ্তানি পণ্য, এ রপ্তানি পণ্যে আরো বৈচিত্র্য আনতে হবে। আরো কত ধরনের, শুধু একটার ওপর নির্ভরশীল থাকলে হবে না। ’
উন্নত বিশ্বে পোশাক খাতে বাংলাদেশের সুযোগ না বাড়ায় আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘এভরিথিং বাট আর্মস নীতিতে ইউরোপিয়ান দেশগুলোতে আমরা নানাবিধ কোটা সুবিধা পাই। একমাত্র আমেরিকা আমাদের কোনো দিন দিল না। স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদের একটা মানে, অধিকার আছে। কিন্তু সেটা তো দিলই না। তার পরও আমি বলব, আমরা তিন বিলিয়নের মতো রপ্তানি করি। আর সাড়ে ৮০০ মিলিয়ন ইউএস ডলার আমরা তাদের ট্যাক্স দেই। কাজেই আমাদের ট্যাক্সে আবার তারা চলে’

































মন্তব্য চালু নেই