বাংলাদেশের উন্নয়নে বিস্মিত রাজস্থানের মুখ্যমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে বিস্ময় প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজৈ।
শনিবার ভারতের রাজস্থানের জয়পুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে একান্ত বৈঠকে বসুন্ধরা রাজৈ তার এই অনুভূতির কথা বাণিজ্যমন্ত্রীকে জানান।
জয়পুরে অনুষ্ঠিত দ্য পার্টনারশিপ সামিট- ২০১৫তে যোগ দিতে ভারত গেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বসুন্ধরা রাজৈ বলেন, ‘বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতা রাজস্থানে কাজে লাগাতে হবে।’
রাজস্থানে বাংলাদেশের মতো তৈরি পোশাক শিল্প গড়ে তোলার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
পারস্পারিক বাণিজ্য বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেয়ার জন্য রাজস্থানের মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান তোফায়েল আহমেদ।



মন্তব্য চালু নেই