বাংলাদেশি শিশুকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও’র হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে ওয়াসিম (১২) নামে বাংলাদেশি এক শিশুকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

সোমবার সকাল ১১টায় সীমান্তের ৩৬৯ নম্বর পিলার এলাকায় ভারতের ১২১ বিএসএফ ব্যাটালিয়নের শ্রীপুর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে শিশুটিকে ধরে নিয়ে যায়। শিশু ওয়াসিম হরিপুর উপজেলার মোন্নাটুলি গেরুডাঙ্গী গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই সীমান্ত এলাকা সংলগ্ন জমিতে আমন ধান রোপন করছিল আলতাফ হোসেন ও তার ছেলে ওয়াসিমসহ চারজন। এসময় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তারা ওয়াসিমকে ধরে নিয়ে যায়।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দিয়েছে ঠাকুরগাঁও-৩০ বিজিবি।

বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পতাকা বৈঠকের মাধ্যমে শিশুটিকে ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে।’



মন্তব্য চালু নেই