বাংলাদেশি চিকিৎসক হত্যার দায় স্বীকার আইএসের!

সম্প্রতি দেশের বিভিন্ন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এসেছে আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠন আইএস। এরই ধারাবাহিকতায় এবার ঝিনাইদহে ইসলাম থেকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে সামির আল দিন নামের এক হোমিও চিকিৎসককে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি।

উগ্রপন্থী সংগঠনগুলোর অনলাইন তৎপরতা নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে শুক্রবার এমনটা দাবি করা হয়েছে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ এ নিয়ে একটি টুইটে বলেছেন, বাংলাদেশে আরেকটি অভিযানের দায় স্বীকার করেছে আইসিস। বাংলাদেশের পশ্চিমে খ্রিস্টধর্মে ধর্মান্তর হওয়ার কারণে সামির আল দীনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল।

প্রসঙ্গত, গত বুধবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেলেখাল বাজারে নিজের হোমিও ফার্মেসিতে খুন হন ৮৫ বছর বয়সী চিকিৎসক ছমির মন্ডল। তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন বলে এলাকায় আলোচনা রয়েছে।



মন্তব্য চালু নেই