বাংলাদেশি অভিবাসীদের জন্য সাহায্য অব্যাহত থাকবে
বিদেশে বাংলাদেশি অভিবাসীদের জন্য আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইএমও) সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির আঞ্চলিক প্রতিনিধি শরৎ চন্দ্র দাস।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে আইএমওর আঞ্চলিক প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান।
সাক্ষাৎকালে শরৎ চন্দ্র দাস পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি আভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা, আভিবাসনকে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনার অর্ন্তভূক্তকরণ এবং বিদেশের বাংলাদেশ মিশন সমূহের শ্রম কর্মকর্তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে সংস্থার ভূমিকাও বর্ণনা করেন ।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক অভিবাসী সংস্থার আঞ্চলিক প্রতিনিধিকে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য চালু নেই