বাংলাদেশকে খাটো করে দেখতে নারাজ ঋদ্ধিমান

টেস্টে মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার পর উইকেটের পেছনে ভারতীয় ক্রিকেট দলকে সামলানোর কাজটি ঋদ্ধিমান সাহাই করে চলছেন। ইংল্যান্ড সিরিজে পার্থিব প্যাটেল উইকেটের পেছনে দায়িত্ব পালন করলেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে জায়গা পাননি তিনি। ইরানি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করে প্যাটেলকে পেছনে ফেলে টেস্টে জায়গা করে নিয়েছেন সাহা। বাংলাদেশ সফরটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ভারতীয় এই উইকেটেরক্ষক-ব্যাটসম্যান। যদিও টেস্টে র‍্যাংকিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তর ফারাক। ভারত যেখানে টেস্টের শীর্ষস্থানে নিজের অবস্থান পাকা করে ফেলেছে, বাংলাদেশ সেখানে সেরা ৮-এ ঢোকার চেষ্টা করছে। তবে পার্থক্যটা এভাবে দেখতে নারাজ ঋদ্ধি। তিনি মনে করেন, র‍্যাংকিং কেবল কাগজে-কলমে থাকার মতো একটি বিষয়। মাঠের লড়াইয়ে কেউ কারো চেয়ে কম নয়।

ঋদ্ধিমান সাহা বলেন, ‘র‍্যাংকিংয়ের বিচারে বাংলাদেশকে খাটো করে দেখা ঠিক হবে না। নির্দিষ্ট দিনে মাঠের লড়াইটা সবকিছু। তাদের বিপক্ষে আমাদের সেরাটাই খেলতে হবে।’ হায়দরাবাদে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ওপার বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। খেলার ভেন্যুতে পৌঁছার আগে এই বাঙালি ক্রিকেটার বলেন, ‘সবাই মাঠে ভালো করতে চায়। সবকিছু হয়তো আপনার পরিকল্পনামতো হবে না, তবে চিন্তাগুলো ভালো পারফরম্যান্সে পরিণত করতে পারাটাই সবকিছু।’

বাংলাদেশ সিরিজের পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্টে মাঠে নামবে ভারতীয় দল। তবে ঋদ্ধির সব চিন্তা আপাতত বাংলাদেশকে ঘিরে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে মোটেও ভাবছি না আমি। সব পরিকল্পনা এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে। এই টেস্টের পর তাদের নিয়ে ভাবা যাবে।’



মন্তব্য চালু নেই