বাংলাদেশকে এবার মোটেও হালকাভাবে নিচ্ছে না ভারত

কাল বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু এশিয়া কাপ টি-২০। এই ফরমেটে ভারত বিশ্বের এক নম্বর দল। সম্প্রতি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে সেটা আবার প্রমাণ করেছে ভারত। আর বাংলাদেশ? ওয়ানডেতে বড় দল হলেও টি-২০ ফরমেটে এখনও তেমন কিছু করতে পারছে না টাইগাররা। তাই বলে বাংলাদেশকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না ভারত। কোচ রবি শাস্ত্রী সাফ জানিয়ে দিলেন সেটা।

বলেন,‘আমি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিন ধরে দেখছি। সেই নব্বই সাল থেকে এখানে ব্রডকাস্টারদের সঙ্গে এসেছি। ওরা যে ভাবে উন্নতি করেছে, যে ভাবে টিম হিসেবে নিজেদের তৈরি করেছে, তা দেখে আমি খুশি। আমরা কেন, কোনও টিমেরই সাধ্য নেই ওদের হালকা ভাবে নেওয়ার। বিশেষ করে গত এক বছরে ওরা যে ভাবে ওয়ান ডে-তে খেলেছে, তার পর। বাংলাদেশকে আমরা সম্মান করি।’

গত বছর ওয়ানডে সিরিজে বাংলাদেশের ফাস্ট বোলিংয়ে ঘায়েল হতে হয়েছিল ভারতকে। এবারও সেই পরিকল্পনা নিয়েই এগুচ্ছে বাংলাদেশ। ফাস্ট বোলিং, সবুজ উইকেট। তবে সেটা নিয়েও ভাবছে না ভারত। কোচ বলেন, ‘ওরা কেমন উইকেট বানাল, তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা ভাল ভাবে খেলতে চাই। নিজেদের ভাল ফর্ম ধরে রাখতে চাই। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, আমাদের নিজেদের কাজটা করে যেতে হবে।’

গত বছরে বাংলাদেশ সফরে এসে ওয়ান ডে সিরিজে ১-২ হেরে গিয়েছিল ধোনির ভারত।কিন্তু সেটও মনে করতে চান না শাস্ত্রী। বললেন, ‘আট মাস আগে সেটা হয়েছে। আমি সেটা ভুলে গিয়েছি। তার পর আমরা প্রচুর ক্রিকেট খেলেছি। আমাকে গত দু’সপ্তাহের ব্যাপারে জিজ্ঞেস করুন। আমার স্মৃতিশক্তি ততটা ভাল নয়!’



মন্তব্য চালু নেই