লাখো কণ্ঠে জাতীয় সংগীত

বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল গিনেস বুক

সকল উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস- সবচেয়ে বেশি সংখ্যক মানুষের একসঙ্গে নিজ দেশের জাতীয় সংগীত গাওয়ার রেকর্ডটিতে বাংলাদেশের নাম অন্তর্ভূক্ত করলো।

ইতোপূর্বে রেকর্ডটি ছিল ভারতের দখলে। এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও গিনেস বুক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে সর্বশেষ বাংলাদেশের রেকর্ডের তথ্যটি হালনাগাদ না করায় ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। রেকর্ডটি আদৌ গৃহীত হয়নি বলে বিভিন্ন মহলে গুজব ওঠে।

সকল বিভ্রান্তির অবসান ঘটিয়ে বাংলাদেশের জাতীয় সংগীতের রেকর্ড এখন গিনেসের পাতায় তার গৌরব ঘোষণা করছে।

গিনেস বুক প্রতিনিধিদের হিসেব মতে, চলতি বছরের ২৬ মার্চ একসঙ্গে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছিলেন সর্বমোট ২ লাখ ৫৪ হাজার ৫৩৭ জন বাংলাদেশী। ইতোপূর্বে ভারতের জাতীয় সংগীতে অংশ নিয়েছিলেন ১ লাখ ২১ হাজার ৬৫৩ জন। পূর্বের প্রায় দ্বিগুণ অংশগ্রহণে, রেকর্ড নিজেদের ঘরে নিয়ে এলো বাংলাদেশীরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ড গড়ার এ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল চলতি বছরের ২৬ মার্চ সকাল ১১টায়। মন্ত্রণালয়ের আহ্বানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারকরা।



মন্তব্য করুন