বাঁধা উপেক্ষা করে খালেদার শ্রদ্ধা নিবেদন
পুলিশের বাধা উপেক্ষা করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার রাত ১ টা ২৫ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সাবেক এই প্রধানমন্ত্রী। এ সমময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এরপর ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
এর আগে রাত ১২ টা ২০ মিনিটে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপি চেয়ারপারসন। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে দোয়েল চত্বরের আগে হাইকোর্টের কাছে রাত পৌঁনে একটার দিকে বেগম জিয়ার গাড়ির বহর পুলিশ আটকে দিয়েছিল। কিছুক্ষণ পরে তিনি শহীদ মিনারে যাওয়ার সুযোগ পায়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই